অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সভা

59

অতিরিক্ত মামলার জরিমানা বন্ধ করা, উবার-পাঠাওয়ের নামে মোটরসাইকেলে বেআইনি যাত্রী বহন বন্ধ করা, মহানগরীর জন্য চার হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান, পার্কিং স্পট নির্ধারণ করাসহ ইউনিয়ন প্রদত্ত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য পূর্ব ঘোষিত ৩০ মার্চ বিআরটিএ চট্টগ্রাম অফিস ঘেরাও কর্মসূচি পালনে করণীয় বিষয় নিয়ে শাখা ও কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল প্রাঙ্গণে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির লাইন সম্পাদক পেয়ার আহমদের সভাপতিত্বে ও সহ-সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের আইন উপদেষ্টা এডভোকেট ভূলন চন্দ্র ভৌমিক বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালকেরা এখন প্রশাসনের হাতে প্রায় জিম্মি হয়ে গেছে মনে হয়। চলন্ত গাড়ি সিগন্যাল দিয়ে রং পার্কিং মামলা দেওয়া হচ্ছে, যদি চালক এটা জিজ্ঞেস করে কেনো মামলা দেওয়া হচ্ছে? তাহলে তার আচরণ খারাপ বলে আরেকটা মামলা দেয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, উবার-পাঠাওয়ে মোটর সাইকেলে অবৈধ ভাবে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কতগুলো মোটর সাইকেল চলবে তার একটা সিলিং নির্ধারণ করে নীতিমালার আওতায় আনতে হবে অ্যাপসভিত্তিক চালক লেখা ইউনিফর্ম পরিধান করতে হবে এবং অবশ্যই মোটর সাইকেল চালকের পেশাদার লাইসেন্স থাকতে হবে। ৭ দফা দাবি বাস্তবায়নে ৩০ মার্চ বিআরটিএ চট্টগ্রাম অফিস ঘেরাও কর্মসূচি মেট্রোপলিটন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য মো. কামাল ভান্ডারী, ওমেন কলেজ শাখার সভাপতি মো. হাসান, কার্যকরী সভাপতি মো. জাকির, কাতালগঞ্জ শাখা সাবেক সেক্রেটারি মো. লোকমান ছোটপুল শাখার সেক্রেটারি মো. জহির প্রমুখ।-নিজস্ব প্রতিবেদক