অটিজম স্কুলে লিজেন্ড লায়ন্স ক্লাবের থেরাপি মেশিন প্রদান

17

 

নগরীর হালিশহরের প্রেরণা অটিজম স্কুলে থেরাপি মেশিন, স্পেশাল বেড ও ৫ হাজার বল প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড। ১৭ সেপ্টেম্বর সকালে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর ২য় ভাইস গভর্নর লায়ন কোহিনূর কামাল ও কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। এছাড়া অতিথি ছিলেন রিজিওন চেয়ারপার্সন কনসার্ন লায়ন এডভোকেট ইকবাল হোসেন, রিজিওন চেয়ারপার্সন লায়ন তারেক কামাল ও জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী।
লিজেন্ড লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাদেকুর রহমান কমলের সভাপতিত্বে ক্লাব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব স্পন্সর লায়ন ও সার্ভিস চেয়ারপার্সন আরসি লায়ন মনোয়ারা বেগম, আইপিপি ও মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন নজরুল কবির দীপু, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আরা চৌধুরী, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন রিয়াজুদ্দিন আহমেদ, সেক্রেটারি লায়ন মৃদুল কান্তি কর্মকার, এসোসিয়েট সেক্রেটারি লায়ন শরীফুল ইসলাম রুকন, ট্রেজারার লায়ন মশিউল করিম ভূঁইয়া, জয়েন্ট ট্রেজারার লায়ন আবুল কালাম মিন্টু, মেম্বার লায়ন হনুফা আক্তার।
জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, ‘যেসব নিষ্পাপ শিশু স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত নয়, যাদের বিশেষ যত্নের প্রয়োজন, তাদেরকে সেবা করতে এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড। এই কাজটি খুবই প্রশংসনীয়। আমাদেরকে এভাবে মানবসেবায় নিয়োজিত রাখতে হবে। এসব ভালো কাজের উত্তম প্রতিদান মহান স্রষ্টা নিশ্চয়ই আমাদেরকে দেবেন।’ বিজ্ঞপ্তি