অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

197

অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব লিলি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষাপদ্ধতি মানুষের জ্ঞানের বিকাশ ঘটায়। মানুষের চেতনার মানকে উন্নত করে, সৃষ্টিশীল চিন্তাধারাকে উজ্জীবিত করে। মানুষকে নতুন কিছু তৈরি করতে সাহায্য করে। এ ক্ষেত্রে অর্থনীতি, শিল্প-সাহিত্য মানবিক প্রবৃদ্ধিসহ সব বিভাগে যদি সৃষ্টির সংখ্যা না বাড়ে তাহলে দেশের উন্নতি হবে না। তাই দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন আলোকিত মানুষ। এতে আরো বক্তব্য রাখেন স্কুল ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এহসানুজ্জাজামান, দি চিটাগাং হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোহাম্মদ শাহাজাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে মো. শাহ আলম, সৈয়দ শাহরিয়ার পারভেজ, শিপ্তী মহাজন, সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. ইদ্রিছ, সদস্য যথাক্রমে আলাউদ্দিন আলম, প্রকৌশলী জেড এস এম বখতেয়ার, মো. নুরুল ইসলাম মিন্টু, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম শাহীন প্রমুখ। পরে মেয়র পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে পরীক্ষাসামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি