অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় ডিসপ্লে টিম ২য় স্থানে

26

 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ ডিসেম্বর অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণির প্রায় দুইশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। এছাড়া অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে সহকারী শিক্ষক ফারহানা আকতার সহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শুভেচ্ছা বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিন।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় এর ডিসপ্লে টিম ২য় স্থান অর্জন করেছে। উল্লেখ্য, প্রায় ৮১টি স্কুলকে পিছনে ফেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গৌরব অর্জন করেছে। বিজ্ঞপ্তি