অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

3

শিশু-কিশোর সাহিত্য সংগঠন অংকুরের বৃত্তি পরীক্ষা-২২ অনুষ্ঠিত হয়েছে। এতে নগরীর সরকারি-বেসরকারি স্কুলের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত ১১ নভেম্বর নগরীর ১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অংকুরের এই বৃত্তি পরীক্ষা শিক্ষার মান উন্নয়ন এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একইসঙ্গে শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলছে। সকাল ৯টায় শুরু হওয়া একঘণ্টার এই প্রতিযোগিতায় ১০০ নম্বরের পরীক্ষা গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মো. আক্কাস উদ্দীন আরফিন।