৯০ বছরের মধ্যে সবচেয়ে ছোট টেস্ট অস্ট্রেলিয়ায়

12

ম্যাচ শেষ হতে লাগল না দুই দিনও। সম্ভাব্য ৪৫০ ওভারের মধ্যে খেলা হলো না ১৪৫ ওভারও। তার পরও যেন হয়ে গেল কত কিছু! সবুজ উইকেটে ভয়ঙ্কর বোলিং, একের পর এক উইকেট, ব্যাটসম্যানদের দুর্দশা, আঘাত-পাল্টা আঘাত, ব্যাটিং ধস এবং দুই দিনেরও কম সময়ে ৩৪ উইকেটের পতনের পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয়। ব্রিজবেন টেস্টে চমক জাগানিয়া প্রথম দিনের পর আর নাটকীয় দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে স্রেফ ৩৪ রান তাড়ায় অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৪ উইকেট। গোটা ম্যাচের চিত্র খানিকটা ফুটে ওঠে এখানেই। প্রথম দিনে উইকেটের পতন হয় ১৫টি, দ্বিতীয় দিনে ১৯টি। সব মিলিয়ে গোটা টেস্টে খেলা হয়েছে মাত্র ৮৬৭ বল। অস্ট্রেলিয়ায় এর চেয়ে কম বল হয়েছে মাত্র একটি টেস্টেই। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মেলবোর্ন টেস্টে খেলা হয়েছিল ৬৫৬ বল। সব মিলিয়ে ইতিহাসের অষ্টম সংক্ষিপ্ততম টেস্ট এটি।