৭ম বর্ষপূর্তি সব টেস্টে মিলছে ২৫ শতাংশ ছাড়

8

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মান সংস্থার (আই এসও) সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী সবধরনের টেস্টে ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে ল্যাব কর্তৃপক্ষ। ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে’ এই স্লোগানে সপ্তম বছর অতিক্রম করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের জন্য হুইল চেয়ার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগে যেসব টেস্টের জন্য চট্টগ্রামবাসীকে ঢাকা বা পার্শ্ববর্তী দেশের ল্যাবরেটরি রিপোর্টের উপর নির্ভর করতে হতো, বর্তমানে এপিক হেলথ কেয়ারের নানা উদ্যোগের কারণে সেই নির্ভরতা অনেকাংশে কমে এসেছে। আমরা গতানুগতিক চর্চা বা প্রতিযোগিতার দিকে না তাকিয়ে ল্যাবরেটরি টেস্টের গুণগত মানের দিকেই সবচেয়ে বেশি মনোযোগী হয়ে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া ক্যান্সার শনাক্তের সব পরীক্ষা করার সুযোগ যুক্ত হয়েছে আমাদের ল্যাবে। সেই সঙ্গে টু কার্ড বায়োসপিও শুরু হয়েছে।
টি এম হান্নান বলেন, সারাদেশে বিশ্বমানের স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য আমরা নানা পরিকল্পনা গ্রহণ করেছি। চট্টগ্রামের জেলাগুলোতে আমাদের সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। আর চট্টগ্রামের বাইরে ঢাকার পূর্বাচলে একটি জমিও ক্রয় করা হয়েছে। সেখানে উন্নত মানের সেবা নিশ্চিত করতে এমন প্রতিষ্ঠান করার পরিকল্পনা চলছে। বর্তমানে আমাদের ল্যাবে প্রতিদিন প্রায় চার হাজার মানুষকে প্যাথলজি সেবা প্রদান করা হচ্ছে।
সামাজিক দায়বদ্ধতায় এপিক হেলথ কেয়ারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অসহায়, গরিব রোগীদের বিভিন্ন টেস্টে বিশেষ ছাড় দেওয়া হয়। এ পর্যন্ত ৪০ জন চিকিৎসককে থিসিস গবেষণায় সহযোগিতা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউএসটিসিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা খরচে ২-৪ সপ্তাহ পর্যন্ত হাতে-কলমে মেডিকেল ল্যাবরেটরি কার্যক্রম শিক্ষা ও প্রশিক্ষণের বিশেষ সুযোগ পেয়ে থাকেন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হেপাটাইসিস-বি, সি নির্ণয় এবং হেপাটাইসিস-বি টিকাদান কার্যক্রম পরিচালনায় পাশে ছিল এপিক হেলথ কেয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসীম উদ্দিন, ডাইরেক্টর (অপারেশন্স) ডা. সাইফুদ্দীন মো. খালেদ, এজিএম (এডমিন এন্ড এইচআর) মো. আরেক হোসেন, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) মো. আমিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (এডমিন এন্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট) বেনজির আহমেদ, ম্যানেজার (অপারেশন্স) ডা. হামিদ হোছাইন আজাদ ও এসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস এন্ড ব্রান্ড ম্যানেজম্যান্ট) জহির রায়হান।