২৫ বছরের জন্য দুটি মাঠ পেল বাফুফে

2

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফ বসাতে সহযোগিতা করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুধু কমলাপুরের মাঠেই নয়, বাফুফে সংলগ্ন মাঠেও কৃত্রিম টার্ফ বসানোর কাজে সহযোগিতা করেছিল আর্ন্তজাতিক এই সংস্থাটি।
নতুন এই দুই মাঠে আবারো টার্ফ বসাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিন্তু এই দুটি মাঠ বাফুফের নয়। তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাজ থেকে লিজ নিয়ে ব্যবহার করে। যার মেয়াদও শেষ হতে চলেছে। ফলে টার্ফ বসাতে হলে এই মাঠ দুটি বাফুফের অধীনে থাকতে হবে। যার কারণে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আগামী ২৫ বছরের জন্য এই মাঠ দুটি আবারো লিজ পেয়েছে বাফুফে।
বাফুফের কর্তকর্তারা আশা করছেন, ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে।