জুলাইয়ে ঢাকা সফর করে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপ মাতানো এই আর্জেন্টাইন গোলরক্ষক কয়েক ঘণ্টা ঢাকায় অবস্থান করলেও তার দেখা পাননি ভক্তক‚লরা। মার্টিনেজও দেখতে পাননি ভক্তদের উন্মাদনা। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভও। তিন মাসের ব্যবধানে আরেক কিংবদন্তি ফুটবলারের পা পড়তে যাচ্ছে ঢাকায়। তিনি ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনহো। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই ফুটবলার দুর্গাপূজার সময় কলকাতা আসবেন দুই দিনের সফরে। তার এই সফর একদিন বাড়বে ঢাকায় আসার জন্য। সবকিছু ঠিক থাকলে তিনি একদিনের সফরে ঢাকায় আসবেন ১৮ অক্টোবর। কলকাতায় একটি ফুটবল ক্লিনিক, পূজামন্ডব পরিদর্শনের কথা রয়েছে রোলালদিনহোর। কথা রয়েছে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ারও। তবে ঢাকায় তার কি কর্মসূচি থাকবে এখন ঠিক হয়নি। উদ্যোক্তরা জানিয়েছেন, এ নিয়ে তারা কাজ করছেন।