শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী সংগঠন হোপ ফাউন্ডেশনের ক্রিটিকাল থিংকিং ও প্রবলেম সলভিং বিষয়ক কর্মশালা গত ১৮ নভেম্বর আগ্রাবাদ বীর মুক্তিযোদ্ধা লে. শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের লিডারশীপ ফ্যাকাল্টি এসিস্টেন্ট ম্যানেজার সমির উদ্দিন রিফাত এবং এক্সিকিউটিভ একলাস উদ্দিন। সংগঠনে ফাউন্ডার ইমরান সাঈদ রবিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি রাদিয়া আজিজ চৌধুরীর সঞ্চালনায় সনদপত্র ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স, ইন্ট্রানসিক ফাইনান্স ক্লাব, ইউরোডিশন ক্লাব, ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব সহ বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টকে সম্মাননা প্রদান করা হয়। বক্তব্য রাখেন হোপ ফাউন্ডেশনের উপদেষ্টা অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ নাজমুল ইসলাম, সম্পাদক আসিবুর রহমান, পুস্পিতা, আজমাঈন জান্নাত তাইয়্যাবা, সাগর, মোহসানা নুসরাত সুমাইয়া, রুবাইয়েত রহিম, সিহাব ইসলাম তাহান, তোহা, আলিফ প্রমুখ। বিজ্ঞপ্তি