নিজস্ব প্রতিবেদক
নগরের বিভিন্ন এলাকায় হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে জামালখান এলাকায় কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, সরাইপাড়া, পাহাড়তলী এলাকায় বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভ‚মি) এসএমএন জামিউল হিকমা ও নগরের লালখান বাজার, ওয়াসা, খুলশি, বায়েজিদ এলাকায় জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, হোটেল-রেস্তোরাঁর নিবন্ধন, খাবারের গুণগতমান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নগরের জামালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের উদ্দেশ্যে সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জামালখান ছাড়াও নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় সাধারণ জনগণের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।