হুলাইন সুন্নি জনতার উদ্যোগে পটিয়ার হুলাইনে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান ছিলেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াছ শাহ, আল্লামা মুফতি রেজাউল কাওসার, মাওলানা মোরশেদুল হক কাদেরী ও অসংখ্য ওলামায়ে কেরাম। হাফেজ ক্কারী মাওলানা ফরিদুল আলমের বক্তাগণ বলেন, সর্ব বাতিলের আঁধার থেকে মুক্তির দিশারী ও সংগ্রামের ধারক আওলিয়া কেরাম এবং সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম। বক্তাগণ বলেন, বাতিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলাই মহান আওলিয়া কেরামের শিক্ষা। বিজ্ঞপ্তি