পূর্বদেশ অনলাইন
নাটক, সিনেমা শিল্পে চট্টগ্রাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার আরেকটি প্রমাণ নিয়ে হাজির হচ্ছে ৪৭ বাংলা নিবেদিত কাজী মাজহারুল হক প্রযোজিত, তরুণ প্রতিশ্রুতিশীল নির্মাতা অনির্বাণ করিম পরিচালিত ‘হুইল চেয়ার’ সিনেমা। আগামীকাল ১৯ মে, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে প্রথমবারের মতো প্রিমিয়ার শো হতে যাচ্ছে চট্টগ্রামের কলাকুশলী এবং থিয়েটার অভিনেতা অভিনেত্রীদের অভিনীত সিনেমা ‘হুইল চেয়ার ‘।