হাসির নায়িকা দিতির জন্মদিন

43

প্রয়াত বরেণ্য চলচ্চিত্রাভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্মদিন শুক্রবার (৩১ মার্চ)। ১৯৬৫ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে গায়িকা হওয়ার ইচ্ছা ছিল তার। সেজন্য নিয়মিত গানের চর্চা করতেন। গান গেয়ে জাতীয় পর্যায়ের পুরস্কারও লাভ করেছিলেন দিতি। বর্ণাঢ্য ক্যারিয়ারে রোমান্টিক সিনেমায় দিতির ভুবনভোলানো হাসি দর্শকরা এখনো ভোলেননি। ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরীর সঙ্গে অনেকগুলো রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশন থেকে সিনেমায় যাওয়া আফজাল হোসেনের সঙ্গেও। তিনি অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিতের সঙ্গে।
২০১৫ সালে সর্বশেষ দিতি তার পরিবার এবং চলচ্চিত্রের বেশ কিছু তারকাকে সঙ্গে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন। সে বছরেরই ২৪ জুলাই দিতি অসুস্থ হয়ে ভারতের চেন্নাই যান। কিন্তু চিকিৎসা করালেও পরে তিনি আর সুস্থ হতে পারেননি। ২০১৬ সালের ২০ মার্চ পরপারে পাড়ি জমান দিতি।