হাটহাজারী প্রতিনিধি
জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের অধীনে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের (স্যাম) চিকিৎসা ব্যবস্থাপনা উন্নতি সাধন ও সেবার মান বৃদ্ধির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য-২) জসীম উদ্দীন খান।
গত ১৭ ডিসেম্বর সকালে পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, সম্মেলন কক্ষ, এনসিডি কর্নার, আইএমসিআই কর্নার, কমিউনিটি ভিশন সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার, ইপিআই, প্যাথলজি, এক্সরে বিভাগ প্রভৃতি সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগ টেকনিক্যাল সাপোর্ট এক্সপার্ট ডা. জোবায়ের ইবনে জায়েদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।