স্যান্টোসে পেলেকে শেষ শ্রদ্ধা

7

পূর্বদেশ ডেস্ক

আজ মঙ্গলবার পেলের শেষকৃত্য। গতকাল সোমবার থেকে শুরু হয় তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া। ২৪ ঘণ্টা স্যান্টোাসে থাকবে মরদেহ। তারপর মঙ্গলবার সমাধিস্থ করা হবে ফুটবল-সম্রাটকে।
গত বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন পেলে। তাঁর প্রয়াণে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করা হয়। এরপর সোমবার শুরু হয় ফুটবল-সম্রাটকে শেষবারের মতো বিদায় জানানোর পালা। গতকাল ব্রাজিলের উপকূলবর্তী শহর স্যান্টোসে নিয়ে আসা হয়েছে পেলের দেহ। তাঁর শেষযাত্রায় থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে সারা বিশ্বের ৫,০০০ সাংবাদিককে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে স্যান্টোসে নিয়ে আসার সময় ফুটবল-সম্রাটেরে প্রতি সম্মান জানিয়ে আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আজ শোভাযাত্রা করে কফিন নিয়ে যাওয়া হবে ইকিউমেনিক্যাল মেমোরিয়াল নেক্রোপলিস সেমেট্রিতে। সেখানেই পেলেকে সমাধিস্থ করা হবে। শেষকৃত্যের সময় সমাধিস্থলে পেলের পরিবারের সদস্যরা ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকবে না।
পেলের মা সেলেস্তে আরান্তেসের বয়স এখন ১০০ বছর। তিনি অসুস্থ। তবে তা সত্ত্বেও তিনি পেলের শেষকৃত্যে হাজির হবেন বলে জানা গেছে। আজ মায়ের বাড়ির সামনে দিয়েই পেলের শেষযাত্রা যাবে।
পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজির থাকার কথা রয়েছে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইন্যাসিও লুলা ডা সিলভা, ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট স্যান্টোসের সমর্থক। ফলে পেলের প্রতি তাঁর আবেগ অন্যদের চেয়ে একটু বেশি। ফিফা প্রেসিডেন্টও ফুটবল-স¤্রাটকে শ্রদ্ধা জানাবেন। সাও পাওলো স্টেট মিলিটারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘কিং পেলে অপারেশন’। রবিবার থেকেই স্যান্টোসের স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনেকেই পেলের মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি তুলেন। রাস্তায় বিক্রি হচ্ছে পেলের নাম লেখা ১০ নম্বর জার্সি। ব্রাজিলের পাশাপাশি স্যান্টোসের জার্সিও বিক্রি হচ্ছে। স্টেডিয়ামের বিভিন্ন অংশে ‘দীর্ঘজীবী হোন রাজা’, ‘একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন’ লেখা হয়েছে। পেলেকে যাতে প্রাপ্য সম্মান জানিয়ে বিদায় জানানো হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে।
শেষকৃত্যে যোগ দিতে ব্রাজিলে নেইমার : ব্রাজিলের পেলের শেষকৃত্যে যোগ দিতে ফ্রান্স থেকে সাও পাওলোয় পৌঁছেছেন নেইমার। ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরেই স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। বছরের শুরুটা সুখকর হয়নি তার। পান লাল কার্ড। পেলের সঙ্গে নেইমারের সম্পর্কটা ছিল বেশ গভীর। পেলে মারা যাওয়ার পর নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে দিয়েছেন শৈল্পিকতার ছোয়া। আনন্দ বিলিয়েছেন সবার মাঝে। রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু থেকে গেল।’
ব্রাজিলের হয়ে একটা দীর্ঘ সময় সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল পেলের, ৭৭টি। কাতার বিশ্বকাপে পেলের সেই রেকর্ড স্পর্শ করেন নেইমার। দুজনেরই গোল ৭৭টি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে দারুণ এক গোলে পেলেকে স্পর্শ করলেও ব্রাজিলকে বিদায় নিতে হয় টাইব্রেকারে হেরে।