স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় শাখার শিক্ষক সমাবেশ ও সাংগঠনিক সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থার বৈষম্য দূর করতে হবে। একটি উন্নত ও টেকসই শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা জাতীয়করণের মাধ্যমে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে সরকার মূলধারার সমন্বয় করতে হবে।
২৪ জানুয়ারি সকাল ১১টায় সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থসারথি চৌধুরীর সভাপতিত্বে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাহাবুদ্দিন আহমেদ, মেহেরুন্নেছা, অধ্যাপক ড. হোছামুদ্দীন, অধ্যক্ষ সলিমউল্লাহ সেলিম, অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বাবুল। মোজাম্মেল হক এর সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা জয়নাল আবেদীন জেহাদী, জামাল সাত্তার, অধ্যক্ষ গিয়াস উদ্দীন, আমজাদ হোসেন চৌধুরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, সৈয়দ মো. খালেদ, অধ্যাপক আনিসুল মালেক, জিয়াউদ্দিন, উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, মেরি অং মারমা, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ সোলইমান কাশেমী, অধ্যাপক হারুনুর রশীদ চৌধুরী, হিতোষময় বড়ুয়া, অধ্যক্ষ হামিদ হোসেন, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক আলী আজম, অধ্যক্ষ আবদুল মোমিন, আইরিন পারভীন, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক মোহররম আলী, অধ্যাপক নুর হোসেন, অধ্যাপক রফিক উদ্দিন, আমেনা বেগম, শিপ্রা দাশ, খদিজা বেগম, গোলাম রসুল, অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি