যোগাচার্য পরমহংস শ্রীশীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সভাপতি লায়ন অদুল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আগামী ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার চট্টগ্রাম রহমতগঞ্জস্থ জে এম সেন হল প্রাঙ্গণে সীতাকুন্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে গুরুপূজা, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, দীক্ষাদান অনুষ্ঠান, আজীবন, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদের মিলনমেলা, সমাজসেব কার্যক্রম, সন্ধ্যারতি ও নি্যুনাট্য, সনাতন ধর্ম মহাসম্মেলন ও শঙ্করমঠ ও মিশন সম্মাননা স্মারক ২০২৩, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রস্তুতি সভায় উক্ত অনুষ্ঠান নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি