সীতাকুন্ড মধ্যবহরপুর রক্ষাকালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী আজ

3

 

বিগত বছরের ন্যায় এবারও আজ ২৬ ও কাল ২৭ ডিসেম্বর দ’ুদিন সীতাকুন্ড মধ্য বহরপুর আচার্য্যপাড়া মৃত মনতোষ মাস্টারের বাড়িস্থ মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কালীপূজা, চন্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মসভা, সৎসঙ্গ ও ধর্মীয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দির উৎসব কমিটির সভাপতি দিলীপ দাশ ও সাধারণ সম্পাদক সৌরভ আচার্য্য বাবু সকলকে সবান্ধব কর্মসূচীতে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি