সীতাকুন্ডের শীতলপুর ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চে বড়দিন উৎসব

6

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের শীতলপুর ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চে খৃস্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব উদযাপিত। গতকাল ২৫ ডিসেম্বর খৃস্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে এই উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (আংশিক ) থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা অসা¤প্রদায়িক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ধর্ম বণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি চার্চের উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাইছড়ী ইউপি চেয়ারম্যান মনির আহমদ, ইউপি সদস্য নজরুল করিম চৌধুরী, চার্চ প্রধান মি. মধুসূদন, চার্চ সাধারণ সম্পাদক লাবলু।