সিনেমা ‘শিমু’তে মুগ্ধ গার্মেন্ট শ্রমিকরা

6

 

খুলনার মেয়ে রুনা আক্তার। ২২ বছর বয়সী এই নারী শ্রমিক হিসেবে কাজ করছেন সাভারের একটি গার্মেন্টসে। অন্যান্য সহকর্মীর সাথে গত গত ২০ মে তিনিও এসেছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ সিনেমা দেখতে। যখন শুনেছেন শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তখন তার বক্তব্য, ‘ডালিয়া আক্তাররা যে ত্যাগ স্বীকার করেছেন পোশাক শ্রমিকদের জন্য, তার সুফল ভোগ করছি আমরা।’ শুধু রুনা নয়, ২০ মে’র এই বিশেষ প্রদর্শনীতে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটি (বিসিডাব্লিউ এস)-এর কার্যালয়ে এবং জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে অসংখ্য পোশাক শ্রমিক মুগ্ধতা নিয়ে উপভোগ করেছেন ‘শিমু’ সিনেমাটি।