সিজেকেএস চুকবল লীগ শুরু

3

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস চুকবল লীগ ২০২৩ গতকাল ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইনস্ মাল্টিপারপাস স্পোর্টস হলে উদ্বোধন করা হয়। সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে লীগের উদ্বোধন করেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম ওয়াহিদ দুলাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চুকবল এসোসিয়েশন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিরেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, আব্দুর রশিদ লোকমান, কল্লোল দাশ, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খাঁন প্রমুখ।