ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগ-২০২৩ইং এ গতকাল দিনের ১ম খেলায় পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্র টাইব্রেকারে ৪-২ গোলে হালদা ফুটবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইমতিয়াজ হোসেন মারুফ, মো. আকবর বাদশা, মোঃ সাফায়েত ইসলাম, তোহিদুল ইসলাম গোল করেন। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের ২য় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৭-০ গোলে টিচাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (সিকেএসপি)কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রঞ্জয় দাশ ৫টি, নুরুল ইসলাম আকিব ২টি গোল করেন। আজ দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১.১৫ টায় মুখোমুখি নানুপুর আর.জি ফুটবল একাডেমী ও প্রভাতী ফুটবল একাডেমী, বেলা ২.৩০ টায় মোকাবেলা করবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী ও ফতেয়াবাদ ফুটবল একাডেমী।