ক্লাসরুমের বাইরে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের একধাপ এগিয়ে নিতে শিল্প প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের দুটি বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি কোর্সওয়ার্কের অংশ হিসেবে সিআইইউর অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা সিইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানাটি পরিদর্শনে যান। এসময় তারা প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ার ধরণ, লোকবল, অপারেশন্স পদ্ধতি, বাজারজাতকরণসহ নানান দিকগুলো ঘুরে দেখেন। পরিদর্শন কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইমণ কল্যাণ চৌধুরী ও প্রভাষক উম্মে হুমায়রা। পরিদর্শনকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের এজিএম অজয় শীল শিক্ষার্থীদেও কারখানার পুরো প্রক্রিয়ার বিষয়ে ধারণা দেন। এর আগে প্রতিষ্ঠানটির উৎপাদনের নানান দিক নিয়ে তথ্য তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিক্টর হোড়। বিজ্ঞপ্তি