সাবেক সাংসদ মাহজাবীনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

3

নিজস্ব প্রতিবেদক

বেসিক ব্যাংকের জামানত বিহীন ৩ শ কোটি টাকার ঋণ খেলাফির মামলায় জাতীয় পার্টি নেতা-নেত্রী দম্পতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সাবেক এমপি বেগম মাহজাবিন মোরশেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গতকাল রবিবার বাদী পক্ষের আবেদন আমলে নিয়ে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞার আদেশ দেন। অন্য দুইজন হলেন আইজি নেভিগেশন লিমিটেডের ডাইরেক্টর হুমাইরা কবির ও সৈয়দ মোজাফফর রহমান।
শুধু বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎই নয়, মোরশেদ মুরাদ নামে-বেনামে তার পারিবারিক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৯৯০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি বলে তথ্য মিলেছে। বিপুল অঙ্কের এই খেলাপি ঋণের দায় নিয়ে মোরশেদ-মাহজাবিন দম্পতি বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন বলে প্রচার রয়েছে। আর সেখান থেকে মাঝেমধ্যে ভারতে এসে এই দম্পতি দেশে থাকা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন। এমনকি গতকালও আদালতে হাজির হননি তারা এবং সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের পক্ষের আইনজীবী।আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, অর্থঋণ আদালতের দুইটি মামলায় বেসিক ব্যাংক আইজি নেভিগেশন লিমিটেডের থেকে ৩ শ কোটি টাকার বেশি দাবি করে। গত ২১ নভেম্বর তারিখে ব্যাংকের পক্ষে ৪ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত রবিবার শুনানি শেষে ৪ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি তারিখে ৪ জনের পাসপোর্ট আদালতে জমা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন। পাসপোর্ট জমা দেওয়ার আগে যাতে দেশত্যাগ করতে না পারেন, তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অতিরিক্ত আইজিপিকে (বিশেষ শাখা) নির্দেশ দেওয়া হয়েছে।