সাতকানিয়া প্রতিনিধি
‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’- এ স্লোগানকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া পৌরসভার উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সরকারি সব ধরনের ভাতা ও উপকার ভোগীদের তিন দিনব্যাপী লাইভ ভেরিফিকেশন সোমবার সকাল থেকে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্যানেল মেয়র একেএম মোর্শেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা রেহানা ইয়াছমিন লাকি, মো. হোসাইন, কাউন্সিলরদের মধ্যে এনামুল কবির, খোরশেদ আলম, আবু বক্কর সিদ্দিকী সোহেল, সাইফুল আলম সোহেল, মো.আরাফাত উল্লাহ, আবদুল হালিম, আরিফুল ইসলাম, মো.রাসেল উদ্দিন চৌধুরী, মাসুমা বেগম, শারমিন আকতার ও শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পৌরসভা কার্যালয়ের সামনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা, মহিলা ভাতা, এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি, হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী (বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি) এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন (এককালীন অনুদান) ভাতাভোগীদের প্রচুর ভিড়। এসময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করছেন।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সরকারি ভাতাভোগীদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সশরীরে বা লাইভ ভেরিফিকেশন করার জন্য সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপি এ কর্মসূচি আজ সোমবার উদ্বোধন করা হয়।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ভাতা ভোগীরা সোমবার থেকে বুধবার পর্যন্ত লাইভ ভেরিফিকেশনে অংশ নিতে পারবেন। এ তিন দিনের মধ্যে কেউ যদি এ কার্যক্রমে অংশ নিতে ব্যর্থ হয় তারা আগামী ১৪ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে লাইভ ভেরিফিকেশনে অংশ নিবে।
সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শুধু সাতকানিয়া পৌরসভা নয়, পুরো উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে।