পীরে তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) বলেছেন, রাসুল (দ.) এর ভালবাসাই ঈমানের পূর্বশর্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসুলে পাক (দ.)’কে পুরো বিশ্ব জগতের রহমত হিসাবে প্রেরণ করেছেন। প্রিয় নবী না আসলে সৃষ্টি হতো না এই বিশ্বব্রহ্মাÐ। তাই উম্মতি মুহাম্মদী হিসাবে আমরা বড়ই ভাগ্যবান। আর মিলাদুন্নবী (দ.) হলো সেই নেয়ামতের শুকরিয়া। দরবারে আলীয়া কাদেরিয়ার পীর সাবির শাহ বলেন, মানুষে মানুষ ভালবাসা, বন্ধন খুবই জরুরি। সেই প্রকৃত মুসলমান যার মাধ্যমে তার আরেক ভাই উপকৃত হতে পেরেছে। সমগ্র বিশ্ব মুসলিমের কল্যাণে হানাহানি বিবাদ ভুলে আমাদের এক হতে হবে। তবেই ইসলামের মর্মবাণী সার্থক হবে। তিনি হালাল হারামের পার্থক্য করে মহানবীর নির্দেশিত পথ অনুসরণের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম পথে জীবন পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান। গত ২১ অক্টোবর উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ সংলগ্ন ময়দানে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আল্লামা পীর সাবির শাহ উপরোক্ত কথা বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলা উদ্যোগে দক্ষিণ জেলার সার্বিক সহযোগিতায় কনফারেন্সে অতিথিদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন শাকের, ফিন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মাহবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোরুল হক, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহাবুবুল হক খান, দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ কমর উদ্দিন সবুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু সুফিয়ান, রাজনীতিবিদ মফিজুর রহমান। অধ্যক্ষ আবু তালেব বেলাল ও মাওলানা আবদুল গফুর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য দেন রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স এর আহবায়ক মনছুরুর রহমান। বক্তব্য দেন জামেয়ার প্রধান ফকিহ আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। মাহফিল শেষে হুজুর কিবলা আল্লামা পীর সাবির শাহ সিলসিলার বায়াতের কার্যক্রম পরিচালনা করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। বিজ্ঞপ্তি