সাতকানিয়ার কাঞ্চনা বয়েজ ক্লাব আয়োজিত কেবিসি ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে কাঞ্চনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফইনাল খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব ২৯ রানে বরমা ক্রিকেট একাদশ(চন্দনাইশ)কে পরাজিত করে।
টুর্নামেন্ট কমিটির আহŸায়ক শেখ রাসেলের সঞ্চালনায় ক্লাব সভাপতি দোলন দাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ. মোতালেব সিআইপি। সংবর্ধিত অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য রূপকুমার নন্দী, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মনজুর মোরশেদ অসীম, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, আহŸায়ক মাসুদ জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মিজানুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী রকিব, ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে আরমান হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী, শাহ মো. এমরান, মীর মো. আজিজ প্রমুখ। গত ২৯ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে ২৬টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি