কমিটি অব মিনিষ্ট্রিয়াল মিটিং, আইওআরএ অনুষ্ঠানে যোগ দিতে আসা সাউথ আফ্রিকার উপমন্ত্রী মিসেস কে.সি. মাসেগো-দøামিনি, এমপি, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশনস্ এন্ড কোয়াপরেশন, রিপাবলিক অব সাউথ আফ্রিকা এবং ডেলিগেশনস্ প্রফেসর অনিল শুকলাল, এ্যাম্বাসেডর এট লার্জ : এশিয়া এন্ড ব্রিকস্, ডারকো, সাউথ আফ্রিকা, মিসেস মুকাজি, ডিরেক্টর টেকনিক্যাল স্পেশালিষ্ট : অফিস অব দা ডিপুটি মিনিষ্টার, কেডরিক সি ক্রোওলি, মিনিষ্টার প্লেনিপটেনসিয়ারি, এস এ হাই কমিশন, ইন্ডিয়া, মিস পেসেন ম্টশালি, ডিপুটি ডিরেক্টর, অফিস অব দা ডিপুটি মিনিষ্টার, মি. ম্যন্ডল রামেতসি, পলিটিক্যল কাউন্সেলর, এস এ হাই কমিশন, ইন্ডিয়া, নোকোটুলা নক্কি নডেøাভু, ম্যানেজিং ডিরেক্টর অব প্রজেক্টিজ্ড, সাউথ আফ্রিকাকে ২২ নভেম্বর রাত আটটায় নৈশভোজ অভ্যর্থনা দেওয়া হয় সাউথ আফ্রিকার অনারারী কনসুল মো. সোলায়মান আলম শেঠ এর সৌজন্যে ঢাকা নগরীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমপি সিনিয়র কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি, মুজিবুল হক চুন্নু, এমপি, মহাসচিব জাতীয় পার্টি, তরিকুল ইসলাম, ডিরেক্টর জেনারেল, আফ্রিকা উইং, পররাষ্ট্র মন্ত্রণালয়, সাব্বির আহমেদ চৌধুরী, সচিব, (পশ্চিম), পররাষ্ট্র মন্ত্রণালয়, কাউন্সিলর আহমেদ আল শারাবি, ডিরেক্টর অব ইন্ট: অর: ডিপার্টমেন্ট, মিনিষ্ট্রি অব ফরেন এফেয়ারস, ইয়েমেন, মো. আব্দুল করিম, সাবেক মূখ্য সচিব, এডমিরাল (অব.) আওরঙ্গজেব চৌধুরী, প্রাক্তন নৌ বাহিনী প্রধান, মাসরুর মাওলা, এ্যাডভাইজর টু দ্যা চেয়ারম্যান অব জাতীয় পার্টি, জালাল আহমেদ, সাবেক সচিব, জামিল আহমেদ ডিরেক্টর, পাবলিক রিলেশন অফিস, নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা, মেজর (অব.) শয়েব আজাদ, মো. দাখিল আল-সখনি, কনসালটেন্ট, প্রাইভেট অফিস, প্রিন্স খালিদ বিন আব্দুল্লাহ, বিন আব্দুল রহমান আল- আহমেদ আল সাদ্রি, সৌদি আরবিয়া, কে.এম. মজিবুল হক, অনারারী কনসূল জেনারেল অফ ইয়ামেন, ব্যরিস্টার ওলোরা আফ্রিন, ড. সুবর্না নওয়াদীর, মো. সোলাইয়মান আলম শেঠ সাউথ আফ্রিকার উপমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে চট্টগ্রামস্থ সাউথ আফ্রিকান অনারারী কনস্যুলেট বাংলাদেশে বিগত পাঁচ বছরের কূটনৈতিক কার্যবিবরণী উপমন্ত্রীর নিকট পেশ করেন। সাউথ আফ্রিকান নাগরিকদের বিভিন্ন ধরনের কনসুলার সেবামূলক সহায়তার ব্যাপারে নিরলসভাবে কাজ করায় অনারারী কনসূল মো. সোলাইয়মান আলম শেঠকে ধন্যবাদ জানান এবং কনস্যুলেট এর অপারেশন্স ম্যানেজার কাজী মাহমুদ সহ সকলকে অভিনন্দন জানান। উপমন্ত্রী জানান, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট শীগ্রই বাংলাদেশ সফরে আসবেন, বাংলাদেশ-সাউথ আফ্রিকার সম্পর্ক সুন্দর এবং দৃঢ় আছে যা দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করবে। সাউথ আফ্রিকার উপমন্ত্রী অনারারী কনসুল মো. সোলায়মান আলম শেঠকে ধন্যবাদ জানান তাঁকে এই অভ্যর্থনা দেওয়ার জন্য। বিজ্ঞপ্তি