সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চট্টগ্রাম মহানগর, জেলা, উপজেলার প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন, সংগঠক, শিল্পীদের মধ্যে বৃহত্তর ঐক্য সমন্বয় করার লক্ষ্যে ‘সাংস্কৃতিক সমন্বয় চট্টগ্রাম মহানগর’ প্রতিষ্ঠা করার জন্য ১১ ডিসেম্বর এক প্রস্তুতিসভা মধ্যম মোহরা সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠক মো. এমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংস্কৃতিক সমন্বয় গঠন করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক অরুণ চন্দ্র বণিক। সাংস্কৃতিক সংগঠক নুরুল আব্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তিশান সেনগুপ্ত, সঞ্চয় দাশ, সুমন দে, দীলিপ দাশ, সঞ্জীব পাল কার্তিক, মো. হায়দার আলী সাদ্দাম, ফারজানা আক্তার, মো. সোলেমান, জয় দেব, দোলন সাহা, মধু চৌধুরী, ফারজানা ডলি, মৌ আক্তার প্রমুখ। সভায় প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন, সংগঠকদেরকে যোগাযোগ করে সমন্বয়ের সদস্য হওয়ার জন্য আহŸান জানানো হয়। সভায় অরুণ চন্দ্র বণিককে সভাপতি, নুরুল আব্বাসকে সাধারণ সম্পাদক ও সঞ্জীব পাল কার্তিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি