বিশিস্ট সাংবাদিক রফিকুল বাহার এর পিতা, প্রবীণ ক্রীড়ানুরাগী আব্দুল মতিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। মরহুম মতিন ২ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সততা, নিষ্ঠা ও সুনামের সহিত কর্মরত ছিলেন।
এক শোক বার্তায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব¦ আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে আব্দুল মতিন দীর্ঘদিন সেবা দিয়েছেন। তাঁর প্রয়াণে চট্টগ্রাম ক্রীড়া পরিবার শোকাহত।
এদিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মচারী এবং একুশে টেলিভিশন, চট্টগ্রামের আবাসিক সম্পাদক, সাংবাদিক রফিকুল বাহারের পিতা আবদুল মতিন (৮৬) গতকাল সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করত: মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে তাঁর বিদেহী নফ্সের মাগফিরাত কামনা করেন।