সন্দ্বীপ প্রেস ক্লাব বর্ষসেরা রিপোর্টার দৈনিক পূর্বদেশ পত্রিকার সাইফ রাব্বী

14

পূর্বদেশ অনলাইন
‘সন্দ্বীপ প্রেস ক্লাব বর্ষসেরা রিপোর্টার’ হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক ও সন্দ্বীপ প্রেস ক্লাব সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে সাইফ রাব্বী’কে বর্ষসেরা রিপোর্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়। সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা’র হাত থেকে তিনি বর্ষসেরা রিপোর্টার সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সদস্য নাদিম শাহ আলমগীর, যুক্তরাষ্ট্র ব্রুকলিন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নজরুল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফ রাব্বী বলেন, এই পুরষ্কার আমার জন্যে  একটি অনুপ্রেরণা। এছাড়া বর্ষসেরা সক্রিয় রিপোর্টার ক্যাটাগরিতে মো: ওমর ফয়সাল এবং নরোত্তম বনিক’কে পুরষ্কার প্রদান করা হয়। নরোত্তম বনিক সন্দ্বীপ প্রেস ক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মো: ওমর ফয়সাল ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক।