সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে সংবাদকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন সন্দ্বীপ প্রেস ক্লাব এর উদ্যোগে দিন ব্যাপি ফ্যামিলি ডে উদযাপন হয়েছে। ২১ফেব্রুয়ারী মঙ্গলবার নিশি গ্রীন ফিল্ড (ইসলাম সাহেবের খামার বাড়ি) এ নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। ভোরের আলো ফোটার আগে সন্দ্বীপ প্রেস ক্লাব সদস্যরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। প্রেস ক্লাব সদস্যদের পরিবারের মধ্যে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শর্ট পিচ ক্রিকেট, বাচ্চাদের বল নিক্ষেপ, প্রাপ্তবয়স্ক মহিলাদের বল নিক্ষেপ, মহিলাদের হাঁস ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপি নানা আয়োজনে মুখরিত ছিলো নিশি গ্রীন ফিল্ড। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের মাঈন উদ্দিন মিশন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন, সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সদস্য নাদিম শাহ আলমগীর, যুক্তরাষ্ট্র ব্রুকলিন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নজরুল, হারামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদকর্মী মিনহাজুল ইসলাম তুহিন, ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, সমাজকর্মী খাদেমুল ইসলামসহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা। ‘ফ্যামিলি ডে’ উদযাপন কমিটির আহবায়ক ওমর ফয়সাল বলেন, আহবায়ক কমিটির সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এমন বৃহৎ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের সহযোগিতায় আমরা আয়োজনটি করতে পেরেছি। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আহবায়ক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। কারণ তারা আমাদেরকে এমন একটি সুন্দর দিন উপহার দিয়েছেন। সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ বলেন, সন্দ্বীপ প্রেস ক্লাব একটি পরিবার। পরিবারের সকলে অনেকদিন পর এক সাথে হয়ে উৎসবমুখর দিন পার করেছি আমরা। এমন আয়োজন প্রতি বছর চালু রাখার ইচ্ছা রয়েছে। আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ প্রেস ক্লাব সেরা রিপোর্টার সম্মাননা পুরষ্কার প্রদান করে। ‘সন্দ্বীপ প্রেস ক্লাব বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননা পুরষ্কার পেয়েছেন, দৈনিক পূর্বদেশ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি সাইফ রাব্বী। তিনি সন্দ্বীপ প্রেস ক্লাব এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক। ‘সন্দ্বীপ প্রেস ক্লাব বর্ষসেরা সক্রিয় রিপোর্টার’ সম্মাননা পুরষ্কার পেয়েছেন, নরোত্তম বনিক এবং মো: ওমর ফয়সাল। নরোত্তম বনিক দৈনিক পূর্বকোণ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি এবং প্রেস ক্লাব প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। মো: ওমর ফয়সাল দৈনিক আজাদি পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি এবং সন্দ্বীপ প্রেস ক্লাব ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।