সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন 

26

সন্দ্বীপ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সন্দ্বীপে আনন্দ র‍্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসার সভাপতিত্বে র‍্যালী ও কেক কাটা সম্পন্ন হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি, সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলুল করিম, সন্দ্বীপ থানার ওসি সহিদুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।