সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন। শনিবার সকালে গনভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় মাঈন উদ্দিন মিশনকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। মাঈন উদ্দিন মিশন এর আগে পর পর দু’বার সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং গত ২৩ জানুয়ারী সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহানের মৃত্যুর পর থেকে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।