সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ঢাকার পথে দেড় ডজন প্রার্থী

55

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছেন ১৮ জন প্রার্থী। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী রবিবার সকালে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আহ্বানকৃত বিশেষ বর্ধিত সভায় ১৮ জন প্রার্থী মনোনয়নের সুপারিশ পেতে ফরম জমা দেন। সভায় সকল প্রার্থীর ফরম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্য্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীরা হচ্ছেন – বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মাঈন উদ্দিন মিশন, জেবুন নেছা চৌধুরী জেসি,হাজী ফোরকান উদ্দিন, অধ্যক্ষ জামিল ফরহাদ, মাকসুদুর রহমান ফুল মিয়া, জাফর উল্যা টিটু, মিজানুর রহমান, রাজিবুল আহসান সুমন, এস.এম আনোয়ার হোসেন, নাদিম শাহ আলমগীর, শাহেদ সারোয়ার শামীম, ছিদ্দিকুর রহমান, আবু তাহের, দেলোয়ার হোসেন সন্দ্বীপি, নুর নবী ভূট্টো, লুৎফুন নেছা ও আশেক এলাহী সোহেল। কেন্দ্রে নেতৃবৃন্দের আনুকূল্য পেতে তদবীর ও দলীয় মনোনয়ন ফরম জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের অনেকে রবিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। দলীয় মনোনয়ন পেতে আগামী ১২ এপ্রিলের মধ্যে আওয়ামীলীগ সভানেত্রীর ধানমন্ডী কার্য্যালয়ে প্রার্থীদের আবেদন ফরম জমা দেয়ার নির্দেশনা রয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারী সাবেক উপজেলা চেয়ারম্যান- স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাস্টার শাহজাহানের মৃত্যুর কারনে উক্ত পদ শূন্য হয়। নির্বাচন কমিশন কর্তৃক আগামী ২৫ মে উক্ত পদে নির্বাচন করার তপশীল ঘোষনা করা হয়েছে।