সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ী’কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ টাকা, সরকারি রাস্তায় গাড়ি রেখে যানযট সৃষ্টি করার অপরাধে এক গেরেজ মালিককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ৪০০০ টাকা এবং দোকানের সামনে সরকারি রাস্তায় মালামাল ও তরমুজ রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন যে, রমজানে প্রতিনিয়ত এই ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হবে।