সন্দ্বীপে বই উৎসব

8

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল কাদের মিয়া।
গত রবিবার সকালে নগরীর সন্দ্বীপ অধ্যুষিত হালিশহরে অবস্থিত গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জসিম উদ্দীন, মো. মোজাহেদ, শিক্ষক নুরুল কাদের, মফিজ উল্লাহ, জেসমিন আক্তার। বিজ্ঞপ্তি