সন্দ্বীপে দুঃস্থদের মাঝে ইসলামী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

39

সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করেছে ইসলামী ফাউন্ডেশন। বুধবার সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে সুবিধাভোগীদের মাঝে সহায়তার টাকা বিতরণ করেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসি, ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার জাফর আহমেদ ও অন্যান্যরা। জানা গেছে, ইসলামী ফাউন্ডেশনের সন্দ্বীপ শাখা কর্তৃক গত বছর রমজানে সংগৃহীত জাকাতের টাকা থেকে এ নগদ সহায়তা প্রদান করা হয়েছে। সভায় মেধাবী শিক্ষার্থীসহ ১৪ জন অসহায় মানুষের মাঝে নগদ ৮৪০০০ টাকা বিতরণ করা হয়।