সংশপ্তক ও ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

12

 

সংশপ্তক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে বায়ু দূষণ রোধে নাগরিক ভাবনা শীর্ষক প্যানেল আলোচনা চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান রুরাল ক্লাস্টার’র ডেপুটি ডাইরেক্টর মনজু মারীয়া পালমা’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। সংশপ্তক’র প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্জিয়া খাতুন স্মিতা’র যৌথ সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন রাশিয়ান ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক হাছান আহমেদ, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকীবুল আলম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ইস্টিভেন্ট হালদার রুভেন। অনুষ্ঠানে মূল প্রবদ্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সরোয়ার ইকবাল। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, ব্রাইড বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জন রোজারিও, সংশপ্তক’র উপ-পরিচালক অগ্রদূত দাশ গুপ্ত, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, মিনা আক্তারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চেমন আরা তৈয়ব বলেন, বায়ু দূষণ এখন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা, এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। এজন্য মাঠ পর্যায়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সচেতনতা কার্যক্রম নিতে হবে।