শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি

18

 

দোয়া, মোনাজাত ও আলোচনা, স্মৃতিচারণের মাধ্যমে পটিয়ার দক্ষিণ ভ‚র্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন পাঠাগারের সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও রতন কুমার দে’র সঞ্চালনায় পাঠাগার মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশিয়া ইউ.পি চেয়ারম্যান এম. এ হাসেম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু উত্তরাধিকারকে নিশ্চিহ্ন করতে ১৯৭৫ সালে ১৫ আগস্ট ১০ বছর বয়সী শিশু রাসেলকে তার মা-বাবা ও পরিবারে সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়। আজকে এক রাসেল থেকে লক্ষ লক্ষ রাসেলের জন্ম হয়েছে। শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি। রাসেল আমাদের শিশু অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে। শেখ রাসেল বিশ্বের শিশুদের মধ্যে বেঁচে থাকবে হাজার বছর ধরে।
তিনি ৪২ বছর আগে সৃষ্টি দক্ষিণ ভ‚র্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের কর্মকর্তাদের ভ‚য়সী প্রসংশা করেন। সভায় চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত পাঠাগারের আজীবন সদস্য ফারহানা আফরীন জিনিয়াকে ক্রেস্ট ও পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন শেখ রাসেল বহুমুখী সমবায় সমিতির সভাপতি কাজল চন্দ্র দে, মাস্টার স্বপন কান্তি নাথ, পাঠাগারের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, রণধীর চক্রবর্ত্তী, ভূবন কুমার দে, মিহির চক্রবর্ত্তী, নুরুল আমিন, পাঠাগারের সাধারণ সম্পাদক বিকাশ দে বাবু, কমিশনার গিয়াস উদ্দিন আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আহমেদ নূর সাগর, অজিত দেবনাথ, কাঞ্চন চক্রবর্ত্তী, এড. অনিক দে যীশু, অসীম দে, সজীব দে প্রমুখ। বিজ্ঞপ্তি