শুল্ক ফাঁকি দিতে খোলা বাজারে ১০৭ টন কাপড়

9

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধায় এনে শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অননুমোদিত গুদামে খালাসের সময় ১০৭ টন কাপড় জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিম গত ১৩ অক্টোবর বিকেলে হালিশহরের বারওয়ানিঘাটায় সাড়ে চার ঘণ্টা অভিযান চালায়। এ সময় ৪০ ফুট লম্বা তিনটি কন্টেইনার ও গুদাম থেকে ১০৭ দশমিক ২৬ টন পলিয়েস্টার ওভেন ফেব্রিকস জব্দ করে।
সাভারের ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস নামের আমদানিকারকের এ চালান খালাসে সিঅ্যান্ডএফ ছিল স্পিডওয়ে লজিস্টিকস। জব্দ কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা। রাজস্ব ঝুঁকি ২ কোটি ৮৮ লাখ। বাজার মূল্য ১০ কোটি টাকা। গতকাল মঙ্গলবার এ চালানের তদন্ত শেষে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অভিযানে তিনটি ৪০ ফুটের কন্টেইনার থেকে ২৭ দশমিক ৮৫ মেট্রিক টন,২৭ দশমিক ৩৯ মেট্রিক টন ও আট দশমিক ৬৯ মেট্রিক টন এবং অননুমোদিত গুদাম থেকে ৪৩ দশমিক ৩১ মেট্রিক টনসহ মোট ১০৭ দশমিক ২৬ মেট্রিক টন কাপড় জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ এসব বিষয় নিশ্চিত করে বলেন, অন চেসিস সুবিধায় ডেলিভারি নিয়ে অননুমোদিত গুদামে বেআইনিভাবে মজুদ করা হচ্ছিল। যা বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অপব্যবহার। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।