শুভ প্রতিষ্ঠাবার্ষিকী প্রিয় পূর্বদেশ

13

অভিরাজ নাথ

দশম বছরের সফল সমাপ্তি ঘটিয়ে একাদশ বছরে পা দিতে যাচ্ছে চট্টগ্রামের বহুল পরিচিত পত্রিকা দৈনিক পূর্বদেশ। চট্টগ্রামের পত্রিকা হলেও সারা দেশব্যাপী ছড়িয়ে আছে উক্ত পত্রিকার পাঠকসংখ্যা। ইতিহাস আর ঐতিহ্যের চমৎকার মেলবন্ধনের সমন্বয়ে এই পত্রিকার প্রকাশনা। উক্ত পত্রিকার জন্মদিন (১২ ডিসেম্বর)। দৈনিক পূর্বদেশ মুদ্রণে নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। প্রতিষ্ঠার সময় ৮ পৃষ্ঠায় প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি ১২ পৃষ্ঠায় প্রকাশিত হয়।
২০১২ সালের ১২ ডিসেম্বর বাঁশখালী মাস্টার নজির আহমদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রবীণ শিক্ষাবিদ নজির আহমদ পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। উনার অক্লান্ত পরিশ্রমের দরুন দৈনিক পূর্বদেশকে চট্টগ্রামের জনপ্রিয় একটি দৈনিকে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।