শীতে কমফি’র ১৩ নতুন ডিজাইনের কম্ফোর্টার

11

এবারের শীতে ক্রেতাদের জন্য নতুন ১৩টি ডিজাইনের আরামদায়ক কম্ফোর্টার বাজারে এনেছে ‘কমফি’। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন ডিজাইনের কম্ফোর্টারের মোড়ক উন্মোচন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
ক্রেতার চাহিদাকে বিবেচনা নিয়ে তৈরি এসব কম্ফোর্টার সহজে বহনযোগ্য, ওজনে হালকা, আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায়। উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি সবোর্চ্চ গুণগত মানসম্পন্ন কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আর এন পাল বলেন, “আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় রেখে পণ্য উৎপাদন করে থাকে। শীত মৌসুমে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। একসময় এই কম্ফোর্টারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ছিল। এ কারণে আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সবোর্চ্চ গুণগত মানসম্পন্ন কমফোর্টার উৎপাদন করছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি”।