শিল্পী অভিজিৎ দাশের কণ্ঠে শ্যামা সংগীত

5

খ্যাতিমান গীতিকার জি কে দত্তের কথা ও আর কে জুয়েলের সুরে চট্টগ্রামের শিল্পী অভিজিৎ দাশ গেয়েছেন শ্যামা সংগীত। শ্যামাপূজা উপলক্ষে ‘আমি তো যাবো না শ্যামা’ শিরোনামের গানটি ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন দর্শক-শ্রোতারা। কলকাতার এসপিডি মিউজিক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত গানে শিল্পী অভিজিৎ তার কণ্ঠে ফুটিয়ে তুলেছেন ভাবের আবহ। চন্দনাইশের বৈলতলী গ্রামের সন্তান অভিজিৎ দাশ এর আগে বাংলা নববর্ষে ‘স্বাগতম স্বাগতম পহেলা বৈশাখ’ গান গেয়ে বেশ প্রশংসিত হন। ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে তার নিয়মিত উপস্থিতি।