লায়ন আদর্শ কুমার বড়ুয়ার হীরকজয়ন্তীর মতবিনিময়

3

 

লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ এর হীরকজয়ন্তীর কার্যকরী কমিটির মতবিনিময় সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় গত ১৫ জানুয়ারি। কমিটির চেয়ারম্যান ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও লায়ন আদর্শ কুমার বড়ুয়ার উপস্থিতিতে বক্তব্য দেন কমিটির কো-চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান, সহ-সভাপতি এডভোকেট সুনীল বড়ুয়া, প্রধান সমন্বয়কারী প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, সম্পাদক অধ্যক্ষ ড. সুব্রত বড়ুয়া। মতবিনিময়ে অংশগ্রহণ করেন বিভিন্ন উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক সনজীব বড়ুয়া, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, স্বপন বড়ুয়া, পূরবী বড়ুয়া, স্বরূপ বিকাশ বড়ুয়া, অসীম বড়ুয়া, পুতুল বড়ুয়া, সমীরণ বড়ুয়া, চন্দা বড়ুয়া, শুভ্রা বড়ুয়া, কাওসারুজ্জাম, লিপি বড়ুয়া প্রমুখ। শুক্লা বড়ুয়া টিমন ও নেলী বড়ুয়ার সঞ্চালনায় সভায় কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় এবং কমিটির সদস্যবৃন্দ জয়ন্তী উৎসব সফল ও স্ষ্ঠুুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় হীরকজয়ন্তীর ১ম পর্ব আগামী ২৫ ফেব্রুয়ারি রাউজানের আঁধারমানিক গ্রামে এবং ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি