লালখান বাজার স্মার্ট ওয়ার্ড রূপান্তরে চলছে পাইলট প্রকল্প

6

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপরেখা-২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪নং লালখান বাজার ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় স্মার্ট ওয়ার্ড সম্পর্কিত কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপনসহ অবহিতকরণ সভা ১৪ সেপ্টেম্বর সিএমপি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
এসময় পাইলট প্রকল্পের সার্বিক কার্যক্রম ও বাস্তবায়ন সংক্রান্ত সচিত্র প্রতিবেদন উপস্থাপন ও অবহিত করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। তিনি বলেন, নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড রূপান্তরে চলছে পাইলট প্রকল্প। এরই মধ্যে কাজও শুরু হয়েছে। স্মার্ট ওয়ার্ড গঠনের কাজের মধ্যে রয়েছে- স্মার্ট অবকাঠামো নির্মাণ, পর্যবেক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা, ইন্টারনেট, ক্যাবল টিভিসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের বিপজ্জনক সৌন্দর্যহানিকর ঝুলন্ত তার অপসারণ, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নগরীর সৌন্দর্য বজায় রেখে নিরাপদ সেবাদান নিশ্চিত করা, নিরাপদ ক্যাবল চলাচলে ‘ফাইবার টু দ্য হোম’ শীর্ষক নেটওয়ার্ক স্থাপন। এসব কাজ সম্পাদনে প্রযুক্তির অংশীদার হিসাবে স্মার্ট সিটি পরিষেবাগুলোর সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার সিস্টেমগুলোর বিকাশ, বাস্তবায়ন, পরিচালনা এবং বজায় রাখতে একটি আইটি প্রতিষ্ঠান কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার (ক্রাইম ও অপারেশন) আ.স.ম মাহতাব উদ্দিন, ডিসি (উত্তর) মোখলেছুর রহমান, ডিসি (ক্রাইম ও অপারেশন) নিষ্কৃতি চাকমা, এডিসি (উত্তর) পংকজ দত্ত, এসি (পাঁচলাইশ) আরিফ হোসেন, এসি (বায়েজিদ) বেলায়েত হোসেন, ওসি (পাঁচলাইশ) সন্তোষ চাকমা, ওসি (খুলশি) রুবেল হাওলাদার, সফটওয়ার প্রতিষ্ঠান, Ctrends Limited ফ এর সিইও মামুনুর রহমান, হার্ডওয়ার প্রতিষ্ঠান, Plexus Net Limited এর সিইও আবু তাহের (মন্টু) প্রমুখ। বিজ্ঞপ্তি