লংগদু প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদেও বিকল্প কর্ম সংস্থান (এ আইজি) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি জেলের ৬টি করে ৫ জন জেলের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার, লংগদু উপজেলা সদওে পাবলিক লাইব্রেরির সন্মুখে ৫জন জেলের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদায়িত্ব) আকিব ওসমান জেলেদেও মাঝে এই ছাগল বিতরণ করেন।
এ সময় লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, লংগদু বিএফডিসি ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।