র‌্যাবের হাতে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

10

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়া থেকে ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট রাকেশ প্রকাশ হোছাইন ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী হোসেন প্রকাশ খোরশেদ (২৭), মো. আমান উল্লাহ (২৬), মো. ইদ্রিস (৩৮), মোহাম্মদ হোসাইন (৩৫) প্রকাশ রাকেশ, মো. আব্দুর জব্বার (৩৮), মো. নুরুল কাদের ভুট্টো (২৫) ও মনির উদ্দিন (৩৫)। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রাকেশ প্রকাশ হোছাইন এর মাদকের চালান বিভিন্ন সময়ে আটক করা হয়। রাকেশ দীর্ঘদিন যাবত চট্টগ্রামে চাঁন্দগাও- মোহরা এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল। ইতোপূর্বে ৩ বার অভিযানে রাকেশ এর মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। প্রতিবারই রাকেশ প্রকাশ হোছাইন ধরাছোঁয়ার বাইরে ছিল। তার আদি নিবাস ভারতের ত্রিপুরায়। তার বাবা মা মারা যাওয়ার পর তার বয়স যখন দশ বছর তখন সে অন্য লোকের মাধ্যমে ১৯৯৭ সালে বাংলাদেশ চলে আসে। পরবর্তীতে নাম পরিচয় পরিবর্তন করে বাংলাদেশি ঠিকানায় জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য ডকুমেন্টস তৈরি করে বাংলাদেশেই বসবাস করে আসছে। বিগত ১০ বছর যাবৎ রাকেশ তার পরিবার নিয়ে সীতাকুন্ড থানাধীন জংগল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বসবাস করে আসছে।