নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলীতে মোবাইল নিয়ে রেললাইনে ব্যস্ত এক যুবক। এসময় দ্রুত গতির ট্রেন চলে যায় তার শরীরের উপর দিয়ে। মুহূর্তে কাটা পড়ে লাশ হয়ে গেলেন সেই যুবক। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাহাড়তলীর আমবাগান এলাকায় ঘটনাটি ঘটে। তবে হতভাগা ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশও নিহত যুবকের লাশ শনাক্ত করতে পারেনি।
গতকাল সোমবার চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম গণমাধ্যমকে জানান, ‘প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি রোববার সন্ধ্যায় রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন ওই যুবক। এ সময় ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি’।
তিনি আরও বলেন, ‘আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের খোঁজ পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে’।